দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার(৯ মার্চ) বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ইত্যাদি।
সকালে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির(ক্যাম্পস) উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পস’র টাঙ্গাইল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় ক্যাম্পস’র টাঙ্গাইল শাখার সিনিয়র ব্যবস্থাপক মামুনর রশিদ তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুকুমার সাহা, ক্রয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রুঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিতে টাঙ্গাইল নার্স ইস্টিটিটিউট, টাঙ্গাইল মেডিকেল ইস্টিটিটিউট, নিউ পাইলট- এর শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া জনসাধারণের রোগ প্রতিরোধে গণসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।