আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:২০
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার পর্যটন শিল্পের প্রসার ঘটানো বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তা, পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তরা নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরি সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আরো আকর্ষনীয় করে গড়ে তুলে দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতি বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন।


প্রকাশ, বিশ্বব্যাপী পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়