আজ- সোমবার | ২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৭:৪১
২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১
২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

দৃষ্টি নিউজ:

dristy-pic-27
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার(১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের আয়োজনে শনিবার সকালে প্রেসকাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারের নির্যাতনসহ দেশ ও বর্হিবিশ্বে সকল নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এমএ ছাত্তার উকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। সমাবেশে বক্তব্য রাখেন, সিআরটিএস’র আহ্বায়ক অ্যাডভোকেট নিহার সরকার, ,টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি নাসরিন জাহান খান বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, সিআরটিএস’র সদস্য সচিব নুরুল ইসলাম বাদল, আকিবুর রহমান বাদল প্রমুখ। সমাবেশে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিআরটিএস, ব্লাস্টসহ জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন। শেষে সদস্য প্রয়াত মানবাধিকার কর্মী সাংবাদিক এহসানুল হক খান শাহীনের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়