দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার(১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সাদাছড়ি হোক আত্ননির্ভরশীলতার প্রতীক’।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মূল প্রতিপাদ্যের উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইলের জনবান্ধব জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এরঅাগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রইছ উদ্দিনের সভfপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমুখ। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অালোচনা সভায় বক্তব্য উপস্থাপন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অfয়োজন করা হয়।