আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ৩:০৯
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

দৃষ্টি নিউজ:

dristy-d-46
টাঙ্গাইল সদর উপজেলায় নতুনভাবে বীরমুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদনকৃতদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই কার্যক্রম শনিবার(১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। সদর উপজেলা হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ মনোয়ারা বেগম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুনভাবে বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাঙ্গাইল সদর উপজেলায় ৬৪৫জন আবেদন করেছেন। আবেদনকৃতরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষীদের সাথে নিয়ে এসে যাচাই-বাছাই কমিটির কাছে স্বাক্ষাৎকার প্রদান করছেন।
আগামী ৩ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে যাচাই-বাছাই কমিটি সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়