আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:২১

টাঙ্গাইলে বেপরোয়া ট্রাক রেল লাইনে ॥ ধাক্কায় আহত ৬

 

দৃষ্টি নিউজ:

dristy-41
টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক রেল লাইনে ওঠে পড়ায় ট্রেনের ধাক্কায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিংসের সিনিয়র স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা নামক স্থানে পৌঁছলে ইটভর্তি দ্রুতগতির একটি লোকাল ট্রাক ক্রসিং পাড় হওয়ার সময় রেল লাইনের ওপর ওঠে পড়ে। এ সময় ট্রেন এসে ধাক্কা দেওয়ায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালক এবং ট্রাকে থাকা ৫ দিনমজুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি অপসারণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno