দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বৈশাখী টেলিভিশনের যুগ পদার্পণ অনুষ্ঠান মঙ্গলবার(২৭ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, কেক কাটা ও আলোচনা সভা ইত্যাদি।
সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। পরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।টোঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জাফর আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। শেষে কেক কেটে বৈশাখী টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।