আজ- বৃহস্পতিবার | ১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২ | বিকাল ৩:১৮
১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২
১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ়, ১৪৩২

টাঙ্গাইলে ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

দৃষ্টি নিউজ:

20160324014440টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে সুমি আক্তার(২২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে কলেজপাড়া ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসায় এ ঘটনা ঘটে। সুমি ভূঞাপুর উপজেলার বাহাদিপুর গ্রামের লিটু সরকারের স্ত্রী।
টাঙ্গাইল থানার এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কাউন্সিলর শামীমের বাসার ভাড়াটিয়া শাহাজাদির ঘরে টিভি দেখতে যায় পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার ও রিনা বেগম। এ সময় দুই জনের মধ্যে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমিকে পিটিয়ে গুরুতর আহত করেন রিনা বেগম। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সুমিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার রিনা বেগমকে আটক করা হয়েছে বলে জানান এসআই।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়