দৃষ্টি নিউজ:
বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার(২৪ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. মাহবুব হোসেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার সৈকত শাহীন, মো. আসলাম খান, টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহাসান ফিরোজ।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল সদর উপজেলা বনাম দেলদুয়ার উপজেলা দল অংশ নিয়ে দেলদুয়ার উপজেলা দলকে ১২ পয়েন্টে পরাজিত করে। খেলায় দেলদুয়ার উপজেলা-৩৭ পয়েন্ট এবং টাঙ্গাইল সদর উপজেলা-৪৯ পয়েন্ট অর্জন করে। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার খেলায় ৮টি দল অংশ নিচ্ছে।