আজ- ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:০৮

টাঙ্গাইলে মায়েদের পা ধুঁয়ে শিশুদের ভালোবাসা দিবস উদযাপন

 

দৃষ্টি নিউজ:

SAMSUNG DIGITAL CAMERA

টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে শিশুরা।
টাঙ্গাইলের বেসরকারি হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মায়েদের পা ধুয়ে দিবসের শুভ সূচনা করে। ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা পা ধোঁয়া শেষে মায়েদের গলায় মেডেল পড়িয়ে দিয়ে দিবসের শেষ শ্রদ্ধা নিবেদন করে।
এ বিষয়ে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের পরিচালক নওশাদ রানা সানভি বলেন, মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে শিশুদের নিয়ে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়। স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুঁয়ে দেয়া এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। এ ধরণের ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরো বিকশিত হবে বলে দাবি করেন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno