দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মৃত্যুর ২৫দিন পর স্বাভাবিক নয়- হত্যা করা হয়েছে এমন অভিযোগ আমলে নিয়ে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামের আব্দুল করিমের লাশ উত্তোলনের আদেশ দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত। সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হকের উপস্থিতে সুবর্নতলী সরকার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদিকুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ মৃত আব্দুল করিমের স্বজনরা উপস্থিত ছিলেন।
পরে ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বিকালে মৃত আব্দুল করিমের নাতির বউ মমতাজ বেগম (৩০), তার শাশুড়ি শাহিদা বেগম, দাদা শশুর এবং দাদী শাশুড়িকে ফলের জুস খাওয়ায়। ফলের জুস খাওয়ার পর পরই আব্দুল করিম মারা যান।