আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:১১

টাঙ্গাইলে যুবক খুন আটক ১

 

দৃষ্টি নিউজ:

khonটাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখি গ্রামে শুক্রবার(৩০ সেপ্টেম্বর) রাতে  ফজলু মিয়া ফজু (৩২) নামে এক যুবককে দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে । নিহত ফজলু ওই কোপাখি  গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। এ ঘটনায় কোপাখি গ্রামের মকরম আলীর ছেলে আবুল বসাককে (৩৫) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, ফজলু মিয়ার  সাথে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার রাতে ফজলু কোপাখি মোড়ে হাটতে বেড় হলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় । ফজু মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাত জখম করে।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ  মো. মোশাররফ হোসেন বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য  টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno