দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে শনিবার(৩ ডিসেম্বর) জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ আ্যাসোসিয়েশনের উদ্যাগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি আ. মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ জহির, জেলা শাখার সহ-সভাপতি আবুল কাশেম, আমিনুল ইসলাম, মোসলেম উদ্দিন, হেলাল উদ্দিন, ইব্রাহিম হোসেন, সিরাজুল ইসলাম, ভূঞাপুরের সহকারী মো. সাদেক হোসেন, দেলদুয়ারের আ. ছাত্তার, সখীপুরের আ. বারী, মির্জাপুরের মোহরার ভারতী রাণী পাল, নকলনবীসদের পক্ষে আ. রাজ্জাক ও আরিফ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা শাখার যুগ্ম-সম্পাদক শাহজাহান খান ও সাংগঠনিক সদস্য সুভাষ চন্দ্র পাল।
বক্তারা সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে গিয়ে জেলায় তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে উপনিবন্ধন অফিসের অপতৎপরতা বন্ধের আহ্বান জানান।
সভায় জেলার ১৩টি রেজিস্ট্রেশন অফিসের সকল স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।