দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে আনুষ্ঠানিভাবে এবারই প্রথম মাটি ও মানুষের গীতিকবি লালন সাঁই’র স্মরণোৎসব আগামী সোমবার(১০ এপ্রিল) স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইলের সত্যধাম লালন সংসদের উদ্যোগে আয়োজিত ওই স্মরণোৎসবে প্রধান অতিথি থাকবেন, বিদগ্ধ গায়ক ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম। বিশেষ অতিথি থাকবেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ।
সত্যধাম লালন সংসদ টাঙ্গাইলের সভাপতি লিজু বাউলার সভাপতিত্বে স্মরণোৎসবে উপমহাদেশের বিশিষ্ট লালল সঙ্গীত শিল্পী বাউল শফি মন্ডল, বাউল সুভাষ ক্ষ্যাপা সহ প্রখ্যাত লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।