আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৮:২৪
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে লায়ন্স কাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

dristy-16
লায়ন্স কাব অব টাঙ্গাইলের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান শুক্রবার(৩ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স কাব অব বাংলাদেশের ডিষ্ট্রিক গর্ভনর লায়ন এমকে বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডিষ্ট্রিক গর্ভনর ও কাউন্সিল চেয়ারপার্সন লায়ন স্বদেশ রঞ্জন সাহা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম ভাইস ডিষ্ট্রিক গর্ভনর লায়ন ড. শরিফুল ইসলাম রিপন এবং দ্বিতীয় ভাইস ডিষ্ট্রিক গর্ভনর লায়ন হাবিবা হাসান।

[vsw id=”YX7bAAFoZu0″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
অনুষ্ঠান পরিচালনা কমিটির চেয়ারপার্সন লায়ন খন্দকার জাহিদ মাহমুদ লায়ন্স কাব অব টাঙ্গাইলের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এস আকবর খানসহ অন্যদের পরিচয় করিয়ে দেন। অতিথিবৃন্দ সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরআগে একই মঞ্চে লিউ কাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়