আজ- ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১২:৩০

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকালে শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী, বজলুল রহমান, কাওছার আহমেদ, মো. আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না।

চলতি মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানান তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno