দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নে দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সোমবার(৬ জানুয়ারি) দুপুরে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।
মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিনের সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন খান, মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।