আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৪৪

টাঙ্গাইলে শুক্রবার সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

 

দৃষ্টি নিউজ:

indexটাঙ্গাইল শহর হয়ে কুমুদিনী ডিআরএস পর্যন্ত শুক্রবার(১০ মার্চ) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া গাজিপুরের চন্দ্রা এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনা রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ ১২৪/২০১৭ নং স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানির তথ্য মতে, টাঙ্গাইল জেলার এলেঙ্গার পুংলি নদীতে ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন ক্রসিংয়ের টাই-ইন কাজের জন্য ১০ মার্চ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা এলেঙ্গা মিটারিং অ্যান্ড রেগুলেটিং(এম অ্যান্ড আর) স্টেশন থেকে টাঙ্গাইল শহর হয়ে মির্জাপুরের কুমুদিনী ডিআরএস(ডিস্টিবিউটিং অ্যান্ড রেগুলেটিং স্টেশন) পর্যন্ত সকল শ্রেণির গ্রহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডরিন পাওয়ার প্ল্যান্টেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদেও সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার রাত ৮টার পর যথারীতি গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno