আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:২৭

টাঙ্গাইলে শুদ্ধ বাংলা বানানে শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ‘সর্বস্তরে বাংলা ভাষা ঃ শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ নভেম্বর) সকালে প্রকাশনা সংস্থা ছায়ানীড় ওই অনুষ্ঠানের আয়োজন করে।


ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল ইসলাম তালুকদার, বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা, কবি নাহিদ হুসনা, আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী জিন্নাহ প্রমুখ।


কর্মশালায় আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno