দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প শুক্রবার(৩ মার্চ) শুরু হয়েছে। আর্ন্তজাতিক সেবা সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও সংস্থা পরিচালিত শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমাদ তাহির আল-মিম্বারি উপস্থিত ছিলেন।
[vsw id=”nC98uFJniOk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
মক্কা চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত ওই ক্যাম্পে প্রায় ছয় হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্য থেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানী অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করেন। অন্যদের তাৎক্ষনিকভাবে বিনামূল্যে ওষুধ, চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।