আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ৩:৪০
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে সেরা ভূঞাপুরে চার ক্ষুদে শিল্পী

দৃষ্টি নিউজ:

dristy-dir-24
জাতীয় শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলায় প্রথমস্থান অধিকার করেছে ভূঞাপুরের চারজন ক্ষুদে শিল্পী। মঙ্গলবার(২৪ জানুয়ারি) টাঙ্গাইল শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারা হচ্ছেন, ঋত্বিকা ফারজানা ঋতু, কানিজ রুমকি তিথি, ঝুমা আক্তার আফসানা ও জান্নাত আরা লিকু। এদের মধ্যে ক গ্রুপে ঋত্বিকা ফারজানা ঋতু ছড়া গান, দেশাত্মবোধক ও পল্লীগীতিতে জেলায় প্রথমস্থান। খ গ্রুপে কানিজ রুমকি তিথি হামদ-নাত ও লালনগীতিতে প্রথম স্থান। ক গ্রুপে ঝুমা আক্তার আফসানা হামদ-নাতে প্রথমস্থান এবং জান্নাত আরা লিকু দেশাত্মবোধকে প্রথমস্থান অধিকার করেছে।
ভূঞাপুর শিল্পকলার সংগীত প্রশিক্ষক সাজিদুল ইসলাম জানান, ওই চারজনের মধ্যে এর আগে ঋত্বিকা ফারজানা ঋতু চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড থেকে চতুর্থ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। জাতীয় শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় প্রথমস্থান অর্জনের পর আঞ্চলিক পর্যায়ে ময়মনসিংহে প্রতিযোগিতায় তারা অংশ নেবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়