দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার চরজানা নামক স্থানে রোববার(২৬ ফেব্রুয়ারি) সকালে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ওয়াছেক জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুসেতুমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এসময় কয়লাভর্তি অপর একটি ট্রাক দ্রুত গতিতে এসে পিছন দিকে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি মহাসড়কের দুই পাশে পড়ে যায় এবং কয়লাভর্তি ট্রাকে থাকা অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক দুটিকে পুলিশ আটক করেছে।