দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল প্রেসকাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সোমবার(৩০ জানুয়ারি) জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতালীগের ১ হাজার ৭০০ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সৈয়দ তুহিন আব্দুল্লাহর নেতৃত্বে ঘাটাইল উপজেলার ১ হাজার ২০০ এবং কৃষক শ্রমিক জনতালীগের সাবেক ইউপি চেয়ারম্যান খান বাহাদুরের নেতৃত্বে বাসাইলের ৫ শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনি) প্রমুখ। এ সময় জেলা, সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঘাটাইল ও বাসাইল উপজেলার যোগদানকরীরা উপস্থিত ছিলেন।