আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ৪:৪৭
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে ২০ মেধাবী শিক্ষাথীর মাঝে ল্যাপটপ বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে বুধবার(৭ ফেব্রুয়ারি) বিকালে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন।

এছাড়া ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণও করেন প্রধান অতিথি।


টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সদর উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।


এর আগে প্রধান অতিথি মো. কায়ছারুল ইসলাম অফিসার্স ক্লাব অ্যাকাডেমিতে ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়