আজ- মঙ্গলবার | ২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২ | রাত ৯:৩৯
২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২
২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ, ১৪৩২

টাঙ্গাইলে ২৮ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার

দৃষ্টি নিউজ:

SAMSUNG DIGITAL CAMERA

টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু ওজন স্কেলের সামনে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বঙ্গবন্ধুসেতুমুখী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় ওজন স্কেলের সামনে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থামিয়ে ড্রাইভার, হেলপার ও তাদের একজন সহযোগী পালিয়ে যায়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ২৮০ কেজি। এর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা আন্তঃজেলা মাদক পাচার চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সুপার জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়