আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:৫৫

টাঙ্গাইলে ৯ দালালের কারাদন্ড

 

টাঙ্গাইল পাসপোর্ট অফিস ও মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার(২৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে ১৫দিনের লঘু দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেবের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে র‌্যাব-১২ এর সিপিসি-৩। Tangail-arest-pic-1
এ ঘটনায় টাঙ্গাইল অঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক দালাল চক্রের সদস্যরা হচ্ছেন, টাঙ্গাইল পৌর সভার সাবালিয়ার মোস্তাফিজুর রহমান (৩৮), জেলা সদর এলাকার মামুন চৌধুরী (৩০), শাহীন চোধুরী (৩৩), ইমরুল হাসান (৩৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার রাশেদুর রহমান (৩০), আকুর টাকুর পাড়ার সায়মন আহমেদ বিপ্লব (৩২) এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক দালাল চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন, টাঙ্গাইল সদর উপজেলার যশিহাটি গ্রামের লুৎফর রহমান (২৫), পাঁচকাউনিয়া গ্রামের আমিরুল ইসলাম (২৫) ও কুমুল্লী খান পাড়া গ্রামের জ্যোৎস্না বেগম (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্র্রেট বিশ্বজিত দেব জানান, ২০০৯ সালের ১৮০৬ এর ১৮৮ ধারায় আটককৃত দালাল চক্রের সদস্যদের এ সাজা প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno