আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:১৮

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন আগামীকাল

 

দৃষ্টি নিউজ:

dristy-d-26dristy-d-27
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন আগামীকাল বুধবার(১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ ওই নির্বাচনে আওয়ামীলীগ-জাপা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আব্বাছ-শামস্ ও বিএনপি-জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল রাজ্জাক-রায়হান পরিষদে বার সমিতির ১৭টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে স্ব স্ব প্রার্থীরা দলবেঁধে প্রচার-প্রচারণা চালান। ওই নির্বাচনকে ঘিরে কোর্ট চত্বরে সাজ সাজ রব লক্ষ করা গেছে।
আওয়ামীলীগ-জাতীয় পার্টি সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের প্রার্থীরা হচ্ছেন, সভাপতি মো. আব্বাছ উদ্দিন আকন্দ(ক্রমিক নং-১), সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম(ক্রমিক নং-২), হোসনে আরা আহামেদ(ক্রমিক নং-৩), সাধারণ সম্পাদক মো. শামস্ উদ্দিন(ক্রমিক নং-২), যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ(ক্রমিক নং-২), লঅইব্রেরি সম্পাদক মো. আনোয়ার হোসেন(ক্রমিক নং-১), ক্রীড়া সম্পাদক মো. ইমরুল হক(ক্রমিক নং-১), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানা আক্তার(ক্রমিক নং-২), নির্বাহী সদস্য মো. ইউসুফ আলী সিকদার(ক্রমিক নং-২), মো. ওয়াহিদ রানা(ক্রমিক নং-৩), মো. বেল্লাল হোসেন খান(ক্রমিক নং-৮), মির্জা মাকসুদ হোসেন(ক্রমিক নং-৯), মেহেদী হাসান মাসুম(ক্রমিক নং-১১), এমএ রাজ্জাক রাজা(ক্রমিক নং-১২), মো. শাহজাহান আলী(ক্রমিক নং-১৪), মো. শাহাদত হোসেন(ক্রমিক নং-১৬)।
বিএনপি-জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন, সভাপতি মো. আব্দুর রাজ্জাক(ক্রমিক নং-২), সহ-সভাপতি মো. সহিদুর রহমান শাহজাহান(ক্রমিক নং-১), সাধারণ সম্পাদক মো. অঅবু রায়হান খান(ক্রমিক নং-১), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আ. আলীম(ক্রমিক নং-১), লাইব্রেরি সম্পাদক মো. হাফিজুর রহমান(ক্রমিক নং-২), ক্রীড়া সম্পাদক মো. দবির উদ্দিন ভূঁইয়া(ক্রমিক নং-২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিলরুবা আক্তার(ক্রমিক নং-১), নির্বাহী সদস্য আহম্মদ বেল্লাল তালুকদার(ক্রমিক নং-১), জসিম উদ্দিন(ক্রমিক নং-৪), মো. জামিউল হক সুমন(ক্রমিক নং-৫), নিহাদ রায়হান সজিব(ক্রমিক নং-৬), নুর ই আলম(ক্রমিক নং-৭), মুন্নী আক্তার(ক্রমিক নং-১০), মো. লুৎফর রহমান লাবু(ক্রমিক নং-১৩), মো. শাহাদত হোসেন(ক্রমিক নং-১৫), সাদেকুল ইসলঅম শাহীন(ক্রমিক নং-১৭)।
নির্বাচন কমিশন সূত্র জানায়, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতি পদে-১জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ১জন, যুগ্ম-সম্পাদক পদে ১জন, লঅইব্রেরি সম্পাদক পদে ১জন, ক্রীড়া সম্পাদক পদে ১জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১জন এবং নির্বাহী সদস্য পদে ৯জন প্রার্থী নির্বাচিত হবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাহী সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একজন ও সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের একজন সদস্যের মনোনয়ন বাতিল হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। তাঁকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট আ. কদ্দুছ ও ফজলুর রহমান। নির্বাচনে বার সমিতির ৭০৮জন ভোটার বুধবার(১৫ ফেব্রুয়ারি) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno