আজ- ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৩১

টাঙ্গাইল কারাগার থেকে ১৪৬ জন মুক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল কারাগার থেকে মঙ্গলবার(৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জামিনে মুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জন। তাদের মুক্তি দেওয়া হয়।


পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদি হয়ে এসব মামলা দায়ের করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।


টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, টাঙ্গাইলের আদালত ১৪৬ জনকে জামিনে মুক্তির আদেশ দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার বিকালে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno