প্রথম পাতা / টপ সংবাদ /
টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজেস্ট্রেসীতে ১৯ হাজার মামলা নিস্পত্তির রেকর্ড!
By দৃষ্টি টিভি on ২৮ জানুয়ারী, ২০১৭ ৪:২১ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজেস্ট্রেসী নানা প্রতিকূলতা সত্বেও মাত্র পাঁচ জন ম্যাজিস্ট্রেট দিয়ে ২০১৬ সালে প্রায় ১৯ হাজার মামলা নিস্পত্তি করে রেকর্ড গড়েছে। ২০১৫ সালে এর সংখ্যা ছিল ১২ হাজার ৮৪৩। শনিবার(২৮ জানুয়ারি) টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলরুমে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
জানাগেছে, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর ২০০৮ সালে ২১ হাজার ২৯৫টি বিচারাধীন মামলা নিয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজেস্ট্রেসী যাত্র শুরু করে। পরের বছরগুলোতে মামলা দায়ের অপেক্ষা নিস্পত্তির সংখ্যা কম হওয়ায় ২০১৫ সালে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৮৯৫টি। মামলার জট ঘুঁচাতে নড়েচড়ে বসে জুডিশিয়াল ম্যাজেস্ট্রেসী। বিচার বিভাগ পৃথক হওয়ার পর দীর্ঘ ৯ বছরের মধ্যে ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক ১৫ হাজার ৩৫৪টি মামলা দায়ের হলেও বিপরীতে ১৮ হাজার ৮৪৮টি মামলা নিস্পত্তির মাধ্যমে টাঙ্গাইলের বিচার ব্যবস্থা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১টি, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১টি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪টি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫টি পদ রয়েছে। মোট ১১টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে তিনটি পদ শূন্য এবং তিন জন ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণে রয়েছেন। মাত্র পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে এক বছরে ১৮ হাজার ৮৪৮টি মামলা নিস্পত্তি করে দেশের বিচার বিভাগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী।
সংশ্লিষ্টদের মতে, টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম খালেদা ইয়াসমিনের সার্বক্ষণিক তদারকি, প্রাত্যহিক সাক্ষ গ্রহন, এজলাস কালিন সময়ের পূর্ণ ব্যবহার, কার্যতালিকা কঠোরভাবে অনুসরন সর্বোপরি সকাল ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত এজলাস চালিয়ে যাওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম খালেদা ইয়াসমিন বলেন, আমার অফিসারদের কখনো কাজ করতে বলতে হয়না- তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় থেকে স্ব-ইচ্ছায় কাজ করেন। প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট পদায়িত ও অবকাঠামোগত সুবিধা বাড়ানো হলে বিচারাধীন মামলা নিষ্পত্তি আরো দ্রুততর হবে। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা দ্রুত নিস্পত্তিতে গভীর রাতেও এজলাসে উপস্থিত থেকে মামলা পরিচালনা করায় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীদের প্রশংসা করেন।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ
-
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজ সিন্ডিটেক সক্রিয়
-
সাড়ে ৮শ’ বছর পর লক্ষণ সেনের মতো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন :: আমীরে জামায়াত
-
টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত
-
এলেঙ্গায় নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার