আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সন্ধ্যা ৭:২৬

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান শ্রীফলিয়াটা মানব কল্যান যুব সংঘ ও এশিয়ান মেডিকেল ইন্সটিটিউটের উদ্যোগে সোমবার(৪ মে) সকালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. মো. সদর উদ্দিনের কাছে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পিপিই প্রদান করেন অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান শ্রীফলিয়াটা মানব কল্যান যুব সংঘ ও এশিয়ান মেডিকেল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফ সিদ্দিকী।

প্রতিষ্ঠানের পরিচালক বলেন, ২০১১ সাল থেকে বিভিন্ন প্রকার সমাজ উন্নয়ন মূলক কাজ ও স্বাস্থ্য সেবা প্রদান প্রতিবন্ধিদের সহায়তা প্রদান বিনা মূল্যে বই ও বৃক্ষ বিতরণ, মহামারি করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট মাস্ক, দুস্থ দের মাঝে ত্রাণ বিতরণ, এমনকি টাংগাইল জেলাকে হেপাটাইটিস বি (জন্ডিস) এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno