দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকারী পরিষদের সভা শনিবার(১০ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় গঠনতন্ত্র মোতাবেক নতুন ২ জন সহ-সভাপতি, ২ জন সাধারণ সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটিতে মৃত্যুজনিত কারণে ৩ জন সদস্য অন্তর্ভুুক্ত করার জন্য সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি ও সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহার সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব দেয়া হয়। দলের সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেয়া সদস্যদের ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম সভা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে দাবি করে বলেন, আমরা সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তারা আরো বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলে তাদের কোন পদ থাকবে না, তারা শুধুই সাধারণ সদস্য হিসেবে দলে থাকবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, সহ-সভাপতি আলমগীর খান মেনু, মো. আনিসুর রহমান, সামছুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য কার্যকরী সদস্যরা।