দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুর আউয়ালকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে। মঙ্গলবার(৭ নভেম্বর) বিকালে নাশকতার পরিকল্পনাকারী হিসেবে কালিহাতী উপজেলার বেতডোবা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিহাতী থানার এসআই মাহবুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনে কালিহাতী থানায় দায়ের করা একটি মামলার আসামি একেএম আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা করার পরিকল্পপনা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
প্রকাশ, একেএম আব্দুল আউয়াল টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ ও জেলা শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক।