দৃষ্টি নিউজ:
বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের ব্যানারে বিভিন্ন পেশার ৫১ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন।
সোমবার(৬ নভেম্বর) বিকালে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আউয়াল ও সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম শিশির স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়- সরকার জনরোষে ভীত হয়ে বিএনপির আন্দোলন বানচাল করতে নেতাকর্মীদের গণগ্রেপ্তার চালাচ্ছে। টাঙ্গাইল সহ সারাদেশে মিথ্যা মামলা দিয়ে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
বিবৃতিতে জেলা জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ফায়জুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, ডা. মো. ফিরোজ খান, সংগঠনের সহ-সভাপতি ডা. মো. নজরুল ইসলাম, ডা. বেলায়েত হোসেন, অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, অ্যাডভোকেট জহুর আজহার খান, অধ্যাপক ফারুক হোসেন, ডা. নজরুল ইসলাম লুলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফ হোসেন, অ্যাডভোকেট মো. ফেরদৌস, অ্যাডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন, ব্যবসায়ী মো. ফারুক হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রতন, অ্যাডভোকেট আ, সবুর, অ্যাডভোকেট মো. মুসা, শিক্ষক নেতা জহুরুল ইসলাম, প্রভাষক শাফিউল্লাহ, প্রভাষক আব্দুর রহমান সহ ৫১জন বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব।
বিবৃতিদাতারা অবিলম্বে টাঙ্গাইল সহ কেন্দ্রীয় বিএনপি নেতাদের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান।