দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনালে বৃহস্পতিবার(২ মার্চ) দুপুরে বাসচাপায় রিফাত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রিফাত টাঙ্গাইল সদর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে।
সদর ফাঁড়ির এএসআই আরিফ ফয়সাল জানান, দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।