আজ- সোমবার | ২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৭:৩৩
২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১
২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‌‌দৃষ্টি নিউজ:

untitled-2-copy
টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টারকাস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ৩-২ গোলে হিলস অ্যাঞ্জেলস দল- রিবেলিওন ইলেভেন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে খেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর মো. আব্দুল মোমেন। untitled-3copyখেলার ১৫ মিনিটের মাথায় রিবেলিওন ইলেভেন দলের খেলোয়ার জুনায়েদ ডিফেন্স বক্সের সামনে থেকে ডান পায়ে চমৎকার সট খেলে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৮ মিনিটের মাথায় হিলস অ্যাঞ্জেলস এর খেলোয়ার সামী ১টি গোল করে দুই দল সমতায় আনেন। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে জুনায়েদ আরো একটি গোল করে দলকে একধাপ এগিয়ে নিয়ে যান। পরে পাল্টাপাল্টি খেলায় সামী আরো ১টি গোল করে আবারও দলকে সমতায় ফেরান। শ্বাসরুদ্ধকর ফাইনালের ২মিনিট থাকতে ডিবক্সের ভিতরে ঢুকে রিবেলিওন ইলেভেন দলের গোল কিপারের পায়ের ফাঁক দিয়ে বল ঠেলে সামী জয় সুচক আরো একটি গোল করে। এতে, হিলস অ্যাঞ্জেলস দল ৩-২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক মো. জহিরুল ইসলাম জহির।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক রফিকুল ইসলাম রফিক।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়