আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:২১

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে চার দালালের দন্ড

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-46
টাঙ্গাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসে সোমবার(২৮ নভেম্বর) অভিযান চালিয়ে চার দালালকে এক মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রামমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, কালিহাতী উপজেলার সোনা মিয়ার ছেলে ইবনে সাইদ (২৫), টাঙ্গাইল শহরের আকুর টাকুর এলাকার মো. মকবুল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শহরের সন্তোষ বাগবাড়ী এলাকার নুরুজ্জামানের ছেলে মো. সালেক ইবনে ছামান(৫০) ও জেলা সদরের আব্দুল বাতেনের ছেলে মো. আলাউদ্দিন (৩৮)।
সোমবার সকাল ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে উল্লেখিত চার দালালকে আটক করে। পরে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ওই চারজনকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno