আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫৩

টাঙ্গাইল পৌরসভার ৩২ বছরের কাউন্সিলর মিল্টন আর নেই

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-fo-60
টাঙ্গাইল পৌরসভার একটানা ৬ বারে ৩২ বছরের নির্বাচিত সাবেক কাউন্সিলর মানবেন্দ্র পাল মিল্টন পরলোক গমন করেছেন। বুধবার(৯ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের কাগমারাস্থ রাণী দীনমনি মহাশশ্মান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এরআগে তিনি অসুস্থাবস্থায় ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন। গত রোববার(৬ নভেম্বর) তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মা সহ বহু সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
টাঙ্গাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকারী সদস্য এবং প্রায় এক ডজন মন্দিরের সভাপতি ও উপদেষ্টা মানবেন্দ্র পাল মিল্টনের লাশ বুধাবর(৯ নভেম্বর) সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বড় কালীবাড়ী মন্দিরের সামনে এবং সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়। এ সময় সর্বস্তরের জনসাধারণ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টার দিকে তার অন্তেষ্টিক্রিয়া করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno