দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীরের নৌকার পক্ষে রোববার (২৪ জানুয়ারি) সকালে মিছিল- সমাবেশ করেছে জেলা যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আ’লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন,
জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামা মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামস উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, মুকুল, রাশেদুল হাসান জনি সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।