দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মালেক আদনান।
এ সময় ২০২১ সালে অনুষ্ঠিত প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেণ্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।