দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল প্রেসক্লাবের ভিআইপি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ মার্চ) সন্ধ্যায় ওই ইফতার মাহফিলের আগে নয়া কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিল ও পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর আহসন হাবীব মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।