দৃষ্টি নিউজ:
বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার(১৫ এপ্রিল) সন্ধ্যায় এপার বাংলা-ওপার বাংলার দুই শিল্পীর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই দ্বৈত সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনি এমপি।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান পরিবেশন করেন, ভারতের একটি সঙ্গীত মহাবিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক শিল্পী অনন্যা বসাক এবং বাউল গান পরিবেশন করেন, বাংলাদেশের শিল্পী পলাশ শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গীতিকার ও সাংবাদিক উদয় হাকিম।
সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের সঙ্গীত বোদ্ধারা সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ওই দ্বৈত সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে শিল্পী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।