আজ- বৃহস্পতিবার | ৩ জুলাই, ২০২৫
১৯ আষাঢ়, ১৪৩২ | রাত ১০:৫৩
৩ জুলাই, ২০২৫
১৯ আষাঢ়, ১৪৩২
৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ়, ১৪৩২

টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটে যমুনা দল চ্যাম্পিয়ন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেণ্টে যমুনা দল চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা লৌহজং দলকে ৩১ রানে পরাজিত করে।

টুর্নামেণ্টের ফাইনাল খেলায় যমুনা ও লৌহজং দল মুখোমুখি হয়। টসে জিতে যমুনা দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তারা ১৯২ রান সংগ্রহ করে।

লৌহজং দলের নাসির উদ্দিন ৩৫ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে লৌহজং দল ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন মালেক আদনান।

বিজয়ী দলের শামীম আল মামুন ২১ রান দিয়ে চারটি উইকেট দখল করে ম্যাচ অব দ্যা ম্যান নির্বাচিত হন। একইসঙ্গে তিনি টুর্নামেণ্টে মোট ছয়টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট দখলের কৃতিত্বও নেন। রানার্স আপ দলের মালেক আদনান টুর্নামেণ্টে মোট ১৫৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

যমুনা দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান অরণ্য ইমতিয়াজ ২৬ রান, মুস্তাক আহম্মেদ করেন ৩৮, শামীম আল মামুন ২০ রান, আরিফ উর রহমান টগর অপরাজিত থেকে ৩৬ ও আব্দুর রহিম ১১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লৌহজং দল ১৬১ সংগ্রহ করতে সক্ষম হন। লৌহজং দলের পক্ষে মালেক আদনান ৯১, গোলাম কিবরিয়া বড়মনি ১৯ রান করেন।

দুই দলের খেলোয়াররা হচ্ছেন-


যমুনা দলের অধিনায়ক টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক কেএস রহমান সফি, বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাসুম ফেরদৌস, দৈনিক সমকাল পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুর রহিম, কালের কন্ঠের জেলা প্রতিনিধি

অরণ্য ইমতিয়াজ, জাগো নিউজ ২৪.কম এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফ উর রহমান টগর, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদির তালুকদার ও সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মুস্তাক আহম্মেদ।

অতিরিক্ত খেলোয়ার হিসেবে ছিলেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু।

লৌহজং দলের অধিনায়ক টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি মহব্বত হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, নিউ এইজ পত্রিকার

জেলা প্রতিনিধি হাবিব খান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মালেক আদনান, বাংলা নিউজ ২৪ ডটকম’র জেলা প্রতিনিধি সুমন কুমার রায়, সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি, আলী ইমাম তপন, এশিয়ান এইজ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রেজা।

অতিরিক্ত খেলোয়ার হিসেবে ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।

https://youtu.be/bSHfYqLkqPA

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন হয়। টুর্নামেণ্টে যমুনা, ধলেশ^রী ও লৌহজং দল অংশ গ্রহণ করে।

খেলায় প্রতিটি দল দুইটি করে ম্যাচে মুখোমুখি হয়। খেলাগুলো বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়