আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৩১

টাঙ্গাইল বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত ॥ আহত ২০

 

দৃষ্টি নিউজ:
tangail-accident-2
বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদরের কান্দিলায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তাদের সবার বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

tabgail-accident-1
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মো. আশরাফ উল ইসলাম জানান, মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশের একটি খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ট্রাকে থাকা ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno