দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় বাসা ভাড়া নেয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল প্রায় ৮ লাখ নগদ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কলেজপাড়ায় প্রথম শ্রেণির ঠিকাদার সৈয়দ মজিবর রহমান ডিপটির ছয়তলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, সন্ধ্যায় বাসা ভাড়া নেয়ার কথা বলে দুইজন লোক বাসায় প্রবেশ করেন। এর পরপরই ১০-১২ জন লেঅক হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে ডাকাতরা ডিপটি ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে বাসার সবকিছু তছনছ করে আলমারিতে রাখা প্রায় ৮ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়।