আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:০৮

টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনে ভোট সম্পন্ন, গণনা চলছে ॥ সোহেল হাজারি নির্বাচিত হচ্ছেন!

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-51
জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। মঙ্গলবার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত শতকরা ৬০-৬২ শতাংশ ভোট পড়েছে বলে সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শনে আওয়ামীলীগ প্রার্থীর নিরঙ্কুশ বিজয় পরিলক্ষিত হয়েছে।
এ উপ-নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)- এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির(এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস(আম)।
সব কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট থাকলেও অন্য দুই প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে দেখা যায়নি। সকালে আ’লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি নিজ কেন্দ্রে ভোট দিলেও অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোন কেন্দ্রে ভোট দিতে দেখা যায়নি।
এদিকে, নির্বাচনের আগেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখায় বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করেছেন সহকারী রিটানিং কর্মকর্তা। মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রটি বাতিল বলে ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র দাসকে আটক করা হয়।
সহকারী রিটার্নি অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সোমবার(৩০ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখেন। এ কারণে সকালে ওই কেন্দ্রটি বাতিল করা হয়। তিনি জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এখন গণনা চলছে। এ পর্যন্ত ভোট গণনায় আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রার্থীরা পোলিং এজেন্ট নিয়োগ না করলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আওয়ামীলীগ ব্যতিত অন্য দুই প্রার্থী প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ করেন নি, তাই কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট দেখা যায়নি। তাছাড়া, ভোটার উপস্থিতিও ভাল ছিল- এ পর্যন্ত গণনায় শতকরা ৬০-৬২ ভাগ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রকাশ, টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনে উপজেলার দু’টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, নিউ ইয়র্কে এক সভায় বিতর্কিত বক্তব্য দিয়ে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য পদ থেকে আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করেন। এতে শূন্য হয়ে যায় ওই আসন। এই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে ওই বছরের ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ২০১৫ সালের ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ওই বছরের ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর রিট আবেদনের ওপর রায় দেন। এতে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়। ফলে স্থগিতাদেশ উঠে যায়। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন, রায়ের পর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা থাকছে না। আর ওই উপ-নির্বাচনে প্রার্থী হতে পারছেন না কাদের সিদ্দিকী। এরপর আসনটিতে ২০ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করেন কাদের সিদ্দিকী। চলতি বছরের ১৮ জানুয়ারি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলেপ্রার্থী হওয়ার সুযোগ হারান তিনি। পরে ৩১ জানুয়ারি পুণরায় নির্বাচনের দিন ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno