দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রথমবর্ষের ছাত্র সুব্রত(১৭) সদর উপজেলার বারচান্দা নামকস্থানে রোববার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক চাপায় নিহত হয়েছে।
জানা যায়, কাস শেষ করে সুব্রত বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। টাঙ্গাইল সদর উপজেলার বারচান্দা গ্রামে পৌঁছলে একটি ট্রাক পেছনদিক থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা আছে।