দৃষ্টি নিউজ:
‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর- এর আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোর্শেদ আলী, জেলা শিশু বিষয়ক পরিচালক জাবেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালাসহ ঠাকুরগাঁওয়ের নারী নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মানববন্ধনে জেলার বিভিন্ন নিবন্ধিত মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা বর্তমান সমাজে নারীর প্রয়োজনীয়তা, অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।