দৃষ্টি নিউজ:
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ’র মো. এনামুল হক (দি ফিনানশিয়াল এক্সপ্রেস) সভাপতি ও আবুল কালাম আজাদ (সময়ের আলো) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ডিএসইসি’র বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারী।
এতে সহ-সভাপতি নির্বাচিত হন শরীফ তালুকদার (পূর্ব-পশ্চিম.কম), যুগ্ম সম্পাদক জুয়েল হালদার (ডেসটিনি), কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহেল (শেয়ার বিজ), সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী (মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ মান্নান মিয়া (সময় টিভি), দফতর সম্পাদক শামীম আহসান (টাইমটাচনিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান খান (বাংলা ভয়েস টিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আরিফ আবেদিন জিসান (কালের কন্ঠ)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, হেমায়েত হোসেন (নিউ নেশন), সিকান্দার ফয়েজ (সংবাদ প্রতিদিন), মোহাম্মদ নাদিম (ইত্তেফাক), নোমান সালমান (অন্যস্বর), মোমেনা আক্তার পপি (আলোকিত সময়), এমএম সালাউদ্দিন (যুগান্তর), আবু ফাত্তাহ (সত্য সমাচার), রোকসানা ইভা (এটিএন বাংলা), মো. আলিফ উল্লাহ খান (বিডি নিউজ), মাসউদ বিন আব্দুর রাজ্জাক (যুগান্তর) ও ফারহানা আক্তার (বিডি ভয়েস)।
শরীফ তালুকদারের পরিচালনা ও আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ডিএসইসি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল বারী, মো. এনামুল হক, হেমায়েত হোসেন, নোমান সালমান, শরীফ তালুকদার, জুয়েল হালদার, আব্দুল ওয়াদুদ, রেজাউর রহমান রিজভী, সিকান্দার ফয়েজ, জুয়েল হালদার ও এমএ মান্নান মিয়া প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন খুদে গানরাজ নীলা, অরিন, রানা, জিম সান, গানে গানে বিজয়ে চ্যাম্পিয়ন মিম, লালন সঙ্গীত শিল্পী মৌসুমী ইকবাল, সামছুন নাহারসহ অনেকে। ফ্যামিলি ডেতে ৬ শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেন।
সর্বশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অন্যান্য পুরস্কারের পাশাপাশি র্যাফেল ড্রতে ওয়ালটনের সৌজন্য একটি ফ্রিজ প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে সহযোগিতা করে পপুলার লাইফ ইনন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রবাসী পল্লী গ্রুপ, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আই হোম ডায়াগনোস্টিক সেন্টার, বিডি ভয়েস, মন মিডিয়া।