দৃষ্টি নিউজ:
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন সাইজির মাজারে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু ১১ মার্চ। গুরুশিষ্যের এ মহামিলন চলবে ১৩ মার্চ মধ্যরাত পর্যন্ত।
ইতিমধ্যেই উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভক্ত-অনুসারীরাও আখড়াবাড়িতে আসতে শুরু করেছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে স্মরণোৎসবে আলোচনা, লালন মেলা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে।
বাউলসম্রাট ফকির লালন শাহ জীবদ্দশায় দোলপূর্ণিমা তিথিতে সাধুদের নিয়ে এক দিন গানের আসর বসাতেন। এরই ধারাবাহিকতায় লালন একাডেমি প্রতিবছর এই দিনে লালন স্মরণোত্সব পালন করে আসছে। কালের বিবর্তনে আয়োজনটি পাঁচ দিনে রূপ নিলেও পরে তা তিন দিনে স্থায়ী রূপ নিয়েছে।