দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (০২ ডিসেম্বর) জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরকে দলের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানানো হয়।
শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ছানোয়ার হোসেন এমপি, অনুপম শাহজাহান জয় এমপিসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে জেলা আ’লীগের সভাপতি ও বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ফজলুল হক মল্লিক ও জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শওকত রেজা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে জেলা আ’লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে।